উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যাবলী (যা ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে)
ভিজিডি কার্যক্রমঃ অত্র উপজেলায় মোট ১০ টি ইউনিয়নে ২০১১-২০১২ চক্রেভিজিডি কার্ড ধারীদের সংখ্যা = ৬৩৩ জন যারা প্রত্যেকে মাসে ৩০ কেজি গম/চাল পায়। অত্র কার্যালয় থেকে ভিজিডি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ক্ষুদ্র ঋণ কার্যক্রমঃ অত্র উপজেলায় ঋণ সুবিধা ভোগীর সংখ্যা মোট =১২৯ জন। মোট বরাদ্দকৃত ঋনের পরিমান =৬,০০,০০০/= টাকা। চলতি মাস পর্যন্ত আসল= সার্ভিস চার্য= মোট=
নিবন্ধনকৃত সেচ্ছা সেবী মহিলা সংগঠনঃ অত্র উপজেলায় মোট ৬ টি নিব্নধনকৃত সেচ্ছা সেবী মহিলা সমিতি রয়েছে। যার মধ্যে ৪ টি সক্রিয় । যা পরিদর্শন করা হয় এবং সমিতির সদস্যদের কার্যক্রম চালু রাখার জন্য পরামর্শ দেয়াহয়। নিজেদের আর্থিক উন্নয়নের জন্য কাজ করতে বলা হয়।
বাৎসরিক অনুদানঃ অত্র উপজেলায় ২০০৯ -১০ অর্থ বছরে একটি সমিতি বিশেষ অনুদান হিসেবে ৪০,০০০/- টাকা পায় এবং একটি সমিতি সেচ্ছাসেবী অনুদান পায়। ২০১০ -১১ অর্থ ছরের জন্য ৪ টি সমিতি অনুদানের জন্য আবেদন করেছে।
নারী ও শিশু নির্যাতন কার্যক্রমঃ অত্র উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যমে প্রতি মাসে নারী নির্যাতন সংক্রামত্ম অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। এ ছাড়া কোর্ট থেকে কোন মামলার তদন্ত এলে তা সম্পন্ন করা হয়।
সেচ্ছাসেবী মহিলা সংগঠন নিবন্ধনঃ অত্র উপজেলায় নতুন নতুন স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধনের জন্য উৎসাহিত করা হয়। আর কোন নতুন সমিতি নিবন্ধ:ন করতে চাইলে তা পর্যবেক্ষন করে নিবন্ধন দেয়ার জন্য সুপারিশ সহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রেরন করা হয়।
গর্ভবতী মায়েদের ভাতাঃ ২০০৯ -১০ অর্থ বছরে অত্র উপজেলায় ১৭০ জন গরিব ও দুঃস্থ মাকে গর্ভকালীন ভাতা প্রদান করা হয়েছে। ইহা ছাড়া ২০১০-১১ অর্থ বছরের জন্য আর ও ১০০ জন ভাতা ভোগী নির্বাচন করা হয়েছে।
যৌতুক ,নারী ও শিশু পাচার রোধ কল্পে সভাঃ অত্র উপজেলায় যৌতুক নিরেধের মিটিং এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক করা হয়। বাল্যবিবাহ বন্ধের জন্য বিবাহ রেজিষ্টারদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।
উপজেলা নারী উন্নয়ন কমিটির সভাঃ অত্র উপজেলায় নারী উন্নয়ন কমিটির সভা নিয়মিত করা হয়।
ইভটিজিং রোধ: স্কুল গামী ছাত্রীদের ইভ টিজিং এর বিরুদ্ধে উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ উপজেলা পর্যায়ঃ উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ গ্রহন ও নিস্পত্তি হয়ে আসছে।
ঋণ বিতরণ কার্যক্রমঃ
মূলবরাদ্দ | ক্রমপুঞ্জিত বিতরণকৃত ঋণের পরিমান | উপকার ভোগীর সংখ্যা | চলতি মাসে আদায়কৃত ঋণের পরিমান | ক্রমপু&&জত ঋণ আদায়ের পরিমান | অনাদায়ী ঋণের পরিমান | খেলাপী ঋণের পরিমান | আদায়ের হার | মন্তব্য |
৬০০০০০০/- | ১২৮০০০০/- | ১২৯জন | ১৩৬০০/- | ৯৩৬২৫১/- | ১৪৩৭৪৯/ | ২০০০০০/ | ৭৪% |
|
মাতৃত্বকালীন কার্যক্রমঃ
ইউনিয়নের সংখ্যা | উপকারভোগীরসংখ্যা | জুলাই/১১-জুন/১২ পর্যন্ত বরাদ্দকৃত অর্থ | বিতরণকৃত অর্থ | মন্তব্য |
১০টি | ২০০জন | ৪,৪১,০০০/- | ৪,৪১,০০০/- | - |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস